ওয়ানডে-তে পাঁচ-পাঁচবার বিশ্বসেরার খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) এতদিন অধরাই থেকে অজিদের। রবিবার সেই খেতাব জিতে নিলেন অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নাররা। এর আগে ২০১০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া (Australia)। কিন্তু সেবার ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল।
এবারের বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়াকে অনেকেই ফেভারিট ধরেননি। টুর্নামেন্ট যত এগোল, ততই যেন গিয়ার বদলালো অস্ট্রেলিয়া। প্রতিবেশি নিউজিল্যান্ডকে হারিয়ে ৮উইকেটে জিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
১৭২ রানের লক্ষ্যমাত্রা ছিল। ফিঞ্চ মাত্র ৫ রানে ফিরে গেলেও, ওয়ার্নার নিজের খোলস খুলে বেরিয়ে আসছিলেন ক্রমাগতই। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচ পুরো একপেশে করে দেন। উল্টো দিকে মিচেল মার্শও ছিলেন রণংদেহী মেজাজে। ৫০ বলে অফরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ইনিংস। ওয়ার্নার ফিরে যাওয়ার পর বাকি সময়টা মার্শের সঙ্গে ক্রিজে থেকে দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল (২৮)।