ভারতে তৈরি কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে জানা গিয়েছে, ১২ বছরের বেশি যাঁরা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়েছেন, তাঁদের অস্ট্রেলিয়া প্রবেশে কোনও বাধা নেই। নিভৃতবাসেও থাকতে হবে না তাঁদের।
অস্ট্রেলিয়া সরকারের টিকা অনুমোদনের দায়িত্বে আছে থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন। তাঁরাই সোমবার টুইট করে কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে। তাঁদের পরীক্ষায় দেখা গিয়েছে, করোনার সংক্রমণ আটকাতে কোভ্যাক্সিন কার্যকরী। কোভ্যাক্সিন তৈরি করেছে দেশের টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।
আগেই কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার কোভ্যাক্সিন নিয়ে এই সিদ্ধান্তে অনেকটাই নিশ্চিন্ত সেদেশে বসবাসকারী ভারতীয় চাকুরিজীবী ও পড়ুয়ারা।