২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপিকে হারাতেই হবে। নাহলে ত্রিপুরার অবস্থা হবে তালিবান শাসনে থাকা আফগানিস্তানের মতো। সাধারণ মানুষকে বিমানে ঝুলতে ঝুলতে পালাতে হবে। রবিবার আগরতলার সভায় এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, ত্রিপুরায় তৃণমূল সরকার গঠন করবেই। এখন যারা অত্যাচার করছে, তাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হবে৷ ডায়মন্ড হারবারের সাংসদ জানান, তিনি ত্রিপুরার বুথে বুথে যাবেন৷ এক ঘণ্টার নোটিশে চলে আসবেন ত্রিপুরায়।
বিপ্লব দেবকে সরাসরি চ্যালেঞ্জ করেন অভিষেক। তাঁর কথায়, এতদিন বিজেপি কোনো প্রতিরোধের সামনে পড়েনি৷ কারণ সামনে ছিল সিপিএম আর কংগ্রেস। এবার তৃণমূলের সঙ্গে পেরে উঠবেন না বিপ্লব দেব।