চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতেই বিজেপিকে হারানোর ডাক দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মোট চারটি আসনে উপনির্বাচন দোরগোড়ায়। তার মধ্যে তিনটি দক্ষিণবঙ্গে। শনিবার গোসাবা এবং খড়দহে প্রচার করেন অভিষেক। তিনি বলেন, সদ্যসমাপ্ত উপনির্বাচনে তিনটি আসনেই জয় পেয়েছে তৃণমূল। এবার চারটিতেই জিততে হবে।অভিষেকের দাবি, কোভিড বিধি মেনেই তিনি প্রচার করছেন।
গোসাবায় অভিষেক জানান, বিজেপির বাংলা দখলের পরিকল্পনা মানুষ প্রত্যাখ্যান করেছেন। তা সত্ত্বেও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অশান্তি তৈরি করতে চাইছে তারা। এর জবাব দিতে হবে ইভিএমে।
BJP MLA to joinTMC: বিজেপি করার 'প্রায়শ্চিত্ত', মাথা ন্যাড়া করে কালীঘাটে স্নান বিজেপি বিধায়কের
উল্লেখ্য,যে চারটি আসনে উপনির্বাচন হবে,তার দুটিতে বিজেপি জয় পেয়েছিল- শান্তিপুর এবং দিনহাটা। গোসাবা এবং খড়দহে জিতেছিল তৃণমূল।