বড়দিনের ছুটিতে গোয়া (Goa) সফরে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। চলতি মাসের ২৬ তারিখে তিনি গোয়া যেতে পারেন। ফিরবেন ২৮ ডিসেম্বর। গোয়া সফর সেরে ত্রিপুরাতেও (Tripura) যেতে পারেন অভিষেক। যদিও তাঁর ত্রিপুরা সফর এখনও অনিশ্চিত।
বড়দিনের ছুটিতে গোয়ায় যে বিশেষ উৎসব হয়, তাতে অংশ নেওয়ার ফাঁকে সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গেও আলাপ-আলোচনা সারবেন অভিষেক। সাংগঠনিক বৈঠকেও উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও দলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে অভিষেকের সফরসূচি জানানো হয়নি।
গোয়া বিধানসভা নির্বাচন পাখির চোখ তৃণমূলের। চলতি মাসেই গোয়া সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লুইজিনহো ফালেইরো, আলেমাও চার্চিলের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে গোয়ায় ভালো ফল করার স্বপ্ন দেখছেন মমতা। এবার আরব সাগরের তীরে দলের ভিত আরও পোক্ত করতে বড়দিনের ছুটিতে গোয়া সফর করবেন অভিষেক।