পুরসভা নির্বাচনে কোনও দলীয় কর্মী যদি গা-জোয়ারি করেন, তাহলে পত্রপাঠ তাঁকে বহিষ্কার করবে তৃণমূল (TMC)। কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election) আগে দলীয় প্রার্থী এবং কর্মীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)।
১৪৪টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে শনিবার বৈঠক করেন অভিষেক। বৈঠকে ছিলেন টিকিট না পাওয়া নেতারাও। সেখানেই ডায়মন্ড হারবারের সাংসদ জানান, পুরভোটে কোনওরকম গা-জোয়ারি মেনে নেবে না দল। ভোটারদের ভোটদানে বাধা দিলেই বহিষ্কার করা হবে দল থেকে।
Bengal BJP: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যে সিবিআই তদন্তে গতি বাড়ানোর আবেদন বিজেপি সাংসদদের
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গা-জোয়ারির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। রাজনৈতিক মহলের মতে, তার প্রভাব পড়েছিল পরের বছরের লোকসভা নির্বাচনে এবার আর ঝুঁকি নিতে চায় না শাসকদল।