T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারতকে হারিয়েছে পাকিস্তান (Pakistan)। দেশকে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। ম্যাচ চলাকালীন বাড়িতে জীবনযুদ্ধে লড়াই করছিলেন বাবরের মা। ভেন্টিলেটরে ছিলেন তিনি। ইনস্টাগ্রামে এমনই জানিয়েছেন বাবা আজম সিদ্দিকি। তিনি জানিয়েছেন, ভারতকে ১০ উইকেটে হারানোর ওই দিন পরিবারেরও বড় পরীক্ষা ছিল।
ইনস্টাগ্রামে তাঁদের পরিবারের ছবি দিয়ে উর্দু ভাষায় একটি পোস্ট করেন আজম সিদ্দিকি। জানান তিনটি ম্যাচেই মনখারাপ নিয়ে খেলেছেন তাঁর ছেলে বাবর। দেশের মানুষকে শুভেচ্ছা, যে পাকিস্তান জিতেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন বাররের মা ভেন্টিলেটরে ছিলেন। সেদিন পরিবারের কাছে বড় পরীক্ষা ছিল।
দুবাইয়ের রাস্তায় সমর্থকদের ঢল! মহাযুদ্ধের উত্তেজনায় কাঁপছে শহর
বর্তমানে বাবরের মা ভালো আছেন। সেকথাও জানিয়েছেন আজম সিদ্দিকি।