শীতের শুরুতেই আলিপুর চিড়িয়াখানায়(Alipore Zoo) এল নতুন অতিথি । জন্ম নিল এক জেব্রা(Zebra) শাবক । এই নিয়ে চিড়িয়াখানায় মোট জেব্রার সংখ্যা দাঁড়াল আট । এর মধ্যে তিনটি ছেলে ও পাঁচটি মেয়ে ।
জানা গিয়েছে, ২০ নভেম্বর চিড়িয়াখানায় জন্ম নেয় একটি জেব্রা শাবক (মেয়ে) । এই শাবকের মায়ের নাম অনন্যা । মা ও শাবককে আলাদা রাখা হয়েছে । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে শাবকটি । বৃহস্পতিবারই এই জেব্রা শাবককে জনসমক্ষে নিয়ে আসা হয়েছে ।
আরও পড়ুন, Bear at Malbazar: 'তুমি যে এ ঘরে, কে তা জানত?' বৃহস্পতিবার সকালে জানেন কী ঘটল মালবাজারে?