RG কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। কিন্তু ওই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি। বুধবার রাতেই আইনজীবীর দফতর থেকে এই বিষয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, বেশ কিছু নির্দিষ্ট কারণের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ওই বর্ষীয়ান আইনজীবী।
এই বিষয়ে আইনজীবী গ্রোভার জানিয়েছেন, গত তিন মাস ধরে নিয়ম মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু এবার সেই দায়িত্ব ছাড়ছেন তিনি। বিশেষ পরিস্থিতির জন্যই বাধ্য হয়েই তাঁর এই সিদ্ধান্ত। যদিও বিশেষ কী পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে খোলসা করে জানাননি আইনজীবী।
শিয়ালদহ আদালতে আরজি করের খুনের মামলার বিচারপ্রক্রিয়া চলছে। ৫১ জনের মধ্যে ইতিমধ্যে ৪৩ জনের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই বাকি সাক্ষগ্রহণের প্রক্রিয়াও শেষ হবে। সেই বিচারপ্রক্রিয়ার শুরুর প্রথম দিন শিয়ালদহ আদালতে হাজির ছিলেন বৃন্দা গ্রোভার। তাঁর আগে নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।