রবিবার T20 বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে নজর থাকবে গোটা দেশের। আফগানিস্তান জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া (Team India)। এক সাংবাদিক এই নিয়ে প্রশ্ন করতেই সোজাসাপটা জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, নিউজিল্যান্ড হারলে ভারতের সুযোগ বাড়বে। আর আফগানিস্তান হারলে কী হবে! জাদেজা বলেন, "ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাব। এর থেকে বেশি কী হবে!"
জন্মদিনে আথিয়াকে আদর মাখা শুভেচ্ছা, অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে সিলমোহর রাহুলের
T20 বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান (Pakistan) ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হারতে হয় ভারতকে। এরপর আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পায় বিরাট ব্রিগেড। রবিবার আফগানিস্তান (Afghanistan) যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে ভারতের কাছে।