মঙ্গলবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান(schools reopening)। সরকারি স্কুলের পাশাপাশি শহরের বেসরকারি স্কুলগুলিও খুলছে মঙ্গলবার থেকে। শিফটে ক্লাস হবে কোনও স্কুলে, কোথাও একইসঙ্গে অফলাইন-অনলাইন ক্লাস।
করোনা আবহে কলকাতা বইমেলায় একগুচ্ছ নিয়ম, ইস্যু করা হতে পারে ই পাস
ক্যালকাটা গার্লসে ক্লাস হবে শুধু নবম ও একাদশের। লা মার্টিনিয়ারে নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্লাস শুরু। পার্ক সার্কাস, ডন বস্কোতে ক্লাস হবে শুধু নবম ও একাদশের। ফিউচার ফাউন্ডেশনে ক্লাস হবে শুধু নবম ও একাদশের। ডিপিএস, রুবি পার্কে ক্লাস হবে শুধু নবম ও একাদশের। মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে না গোখেল মেমোরিয়াল ও ভারতীয় বিদ্যাভবনে। মর্ডান হাই-তে মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে না। আপাতত হবে নবম ও একাদশের সায়েন্স প্র্যাক্টিক্যাল। বালিগঞ্জ শিক্ষা সদনে মঙ্গলবার থেকেই শুরু ৪ ক্লাসের পঠনপাঠন।