করোনা মোকাবিলায় ডিআরডিও-র তৈরি ওষুধ জরুরিভিত্তিতে ব্যবহারে অনুমতি দিল ডিসিজিআই। শনিবার, প্রতিরক্ষামন্ত্রকের তরফে ওই ঘোষণা করা হয়েছে। ডিআরডিও-র গবেষণাগারে তৈরি এই ওষুধের নাম ‘ডি-অক্সি ডি গ্লুকোজ’ বা সংক্ষেপে ‘২ ডিজি’। চিকিতসকরা জানিয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত যে, হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের এই ওষুধ প্রয়োগ করা হলে দ্রুত শ্বাসকষ্ট দ্রুত লাঘব হয় ও সংক্রমণও সেরে ওঠে।বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত ত্রিস্তরীয় পর্যায়ে দেশের মোট ১১টি হাসপাতালে ডি-অক্সি ডি গ্লুকোজ বা ২ ডিজি-র উপরক্লিনিক্যাল ট্রায়াল চলেছে। দেখা গিয়েছে, কোভিডে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দ্রুত কাজ করছে এই ওষুধ।