একদিনে বেশ খানিকটা বাড়ল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৪৫৪ জন। মৃত্যু হয়েছে ১৯৭ জনের। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৮৩১।
মঙ্গলবার ২৩১ দিন পর সংক্রমণের হার সবচেয়ে কম ছিল। দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩,০৫৮। বুধবার থেকে ফের বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ।
দেশে কোভিড আক্রান্তদের সুস্থতার হার এখন ৯৮.১৫ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসের পর যা সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভ্যাকসিন নেয়া নাগরিকের সংখ্যা সদ্য ১০০ কোটি পেরলো।