ভাইফোঁটা মিটতেই কলকাতা (KMC) ও হাওড়া (Howrah) কর্পোরেশনের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য পুর দফতরের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হয়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী ২১ নভেম্বর দুই পুরসভাতেই বকেয়া নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৫০টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে আগামী ১৯ ডিসেম্বর, রবিবার। গণনার দিন ধার্য হয়েছে ২২ ডিসেম্বর বুধবার।
বিধানসভা নির্বাচনের ভোটার লিস্ট ধরেই ওয়ার্ডভিত্তিক মহিলা ও তফসিলি আসন সংরক্ষণ মেনে ভোটগ্রহণ হবে। গতবছর কলকাতা ও হাওড়ার জন্য যে ওয়ার্ডগুলি সংরক্ষিত বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এবারও সেটিই কার্যকর থাকছে।