করোনা মোকাবিলায় আরও বেশকিছু নতুন নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ১৬ তারিখ পর্যন্ত রাজ্যে করোনা বিধি নিষেধ কার্যকর। রাজ্যে কার্যত লকডাউনে খুচরা বিক্রেতাদের আংশিক ছাড় দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ কর্মী কাজ করবেন। টিকাকরণের পর নির্মাণ কর্মীরা কাজের অনুমতি পেবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ,রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। ৪০ লক্ষ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। রাজ্যে ১ কোটি ৪১ লক্ষ মানুষ ভ্যাকসিন পেয়েছেন।