দেশে এখনও উদ্বেগজনক করোনা পরিস্থিতি। রবিবার সকালের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। মারা গিয়েছেন ৩,৭৪১ জন। গত একদিনে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬।