ভারতে কার্যত করোনার ঝড় চলছে। দৈনিক সংক্রমণে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবার সকালের বুলেটিন অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮৬,৪৫২ জন। মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের৷ গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৭,৫৪০ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮। মারণ ভাইরাসের ছোবলে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৩৩০। দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯ জন।