কানপুরে অক্সিজেন রিফিলিংয়ের সময় বিস্ফোরণ। সিলিন্ডার ফেটে এক শ্রমিকের মৃত্যু। গুরুতর আহত আরও ২ জন। শুক্রবার সকালে কানপুরের দাদানগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় পাঙ্কি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।
পুলিশের তরফে জানানো হয়েছে, অক্সিজেন রিফিলিংয়ের সময় বিস্ফোরণের জেরে প্লান্টের কর্মী ইমরাদ আলি প্রাণ হারিয়েছেন। স্থানীয় লালা লাজপত রাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম বাকি দুজনকে। একজনের অবস্থা কিছুটা গুরুতর, তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আরেকজনকে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।