ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়। সপ্তাহান্তে বৃষ্টির জেরে শীতের আমেজ কমতে পারে রাজ্যে। দক্ষিণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২ দিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফের দক্ষিণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে সরে গেলেও প্রচুর পরিমানে পূবালি হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। যার জেরে তাপমাত্রা ফের বাড়বে। শীতের আমেজে ধাক্কা খাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ৫ দিন তামিলনাড়ুর একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চেন্নাই সহ একাধিক জায়গা ভাসছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।