সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে নবান্ন থেকে জারি নয়া নির্দেশিকা। সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে, থাকতেই হবে স্বাস্থ্যসাথী কিংবা সরকারি হেলথ কার্ড। না থাকলে সরকারি হাসপাতালেই বানিয়ে দেওয়া হবে কার্ড। সঙ্গে রাখতে হবে আধার কার্ড। তবে যদি কেউ CGHS, WBHS বা ESI দেখান, তাহলেও সরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে। নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
বেসরকারি হাসপাতালের জন্যও, স্বাস্থ্যসাথী নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।