সারা বিশ্বের করোনা হটস্পট হয়ে উঠছে ভারত। এই পরিস্থিতিতে একের পর এক দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। করোনাকে নিয়ন্ত্রণে আনতে ভারতকে আর্থিক সাহায্য করল টুইটার। সংস্থার সিইও জ্যাক ডোরসে টুইট করে এ কথা জানিয়েছেন। ভারতকে ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার দিয়ে সাহায্য করেছে টুইটার। তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে ভারতের হাতে এই সাহায্য তুলে দিয়েছে তারা। জ্যাক ডোরসে জানিয়েছেন কেয়ার, এইড ইন্ডিয়া ও সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ-র মাধ্যমে ভারতের হাতে এই টাকা তুলে দিয়েছে তাঁর সংস্থা।