ভিন রাজ্যের বড়সড় ব্যাংক জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গত মে মাসের ২৪ তারিখ বাগুইহাটি থানা এলাকার বাসিন্দা ৭২ বছরের রমা প্রসাদ চক্রবর্তী বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে যে ২৩মে সকালে কুণাল সরকার নামে এক ব্যক্তির ফোন পান। যেখানে কুণাল সরকার নিজেকে একটি রাষ্ট্রীয় ব্যাংকের ম্যানেজার হিসাবে পরিচয় দেন এবং কে ওয়াই সি আপডেট করতে বলেন। তার কিছুক্ষন বাদেই তার ফোন একটি এস এম এস আসে যেখানে তিনি দেখতে পান তার একাউন্ট থেকে ৫০২৫ টাকা ডেবিট হয়েছে। টাকা ডেবিট হওয়ার কারণ জানতে ব্যাংক ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া কুণাল সরকার নামে ওই ব্যক্তিটিকে ফোন করেন বৃদ্ধ সেই সময় কুণাল সরকার পরিচয় দেওয়া ব্যক্তির কাছে নিজের এ টি এম কার্ড নম্বর এবং একটি ওটিপি শেয়ার করেন। পর মুহূর্তেই ব্যাংক থেকে ৩লক্ষ ৪৯হাজার ৫০০টাকা উধাও হয়ে যায়। তদন্তে নেমে আসানসোলে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ। সেখান থেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা রাজেশ কুমার মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।অভিযুক্তের কাছ থেকে একটি ডেবিট কার্ড, একটি এল ই ডি টিভি ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ