তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা (Banking Service)। জরুরি কাজ থাকলে সেরে নিন সপ্তাহের শুরুতেই। চলতি সপ্তাহে দু'দিনের ধর্মঘট ডেকেছে ব্যাঙ্কের বিভিন্ন কর্মচারী সংগঠন (Bank Union)। তবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় (Online Banking Service) করা যাবে জরুরি কাজ।
বেসরকারিকরণের বিরোধিতা করে এই সপ্তাহে ১৬ ও ১৭ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে কর্মচারী সংগঠনগুলো। এর জেরে গোটা দেশ জুড়েই ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। ব্যাঙ্ক আধিকারিকদের মতে, কেন্দ্র পাবলিক সেক্টরগুলোকে বেসরকারিকরণ করে দিলে ধাক্কা খাবে দেশের অর্থনীতির একটা বড় অংশ। যার প্রভাব পড়বে গ্রামীন অর্থনীতি ও স্বনির্ভর গোষ্ঠীগুলোতে।
তবে ব্যাঙ্ক ধর্মঘট থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, ডিজিটাল ব্যাঙ্কিং বা ইউপিআই ট্রান্সফারে কোনও প্রভাব পড়বে না। এটিএম-গুলোতে নগদ অর্থ মজুত থাকে যাতে, সেই ব্যবস্থাও করা হচ্ছে।