বিধাননগরের পর করোনা (Covid 19) নিয়ে অভিযান চালাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মাস্ক পরা নিয়ে সতর্কতা জারি করতে রাস্তায় নামলেন পুলিশ কর্তারা। দমদমের নাগেরবাজারে বুধবার অভিযান চালাল পুলিশ। মাস্ক না পরায় পথচারীদের সতর্ক করা হয়।
বুধবার দুপুর বারোটা থেকে দমদমের কামারডাঙা ফাঁড়ির পুলিশ অভিযান চালায়। মাস্ক না পরায় কয়েকজন পথচারীকে হুঁশিয়ার করলেন পুলিশ কর্তারা। আবার কিছু ব্যক্তিকে নতুন মাস্কও দিতে দেখা গেল পুলিশকে।
দুর্গাপুজোর পর রাজ্যে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। একাধিক এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে পুলিশি অভিযানও।