কলকাতায় পুরভোটের প্রার্থী তালিকায় তৃণমূলের সব থেকে বড় চমক যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ড। মহিলাদের জন্য সংরক্ষিত ওই ওয়ার্ডে ঘাসফুল প্রার্থী হয়েছেন প্রয়াত বামনেতা(Left Leader) এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে মেয়ে বসুন্ধরা গোস্বামী(Vasundhara Goswami)। এই প্রথম ভোট লড়ছেন মনস্তত্ত্ববিদ বসুন্ধরা।
২০১৯ সালে আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর(Kshiti Goswami) মৃত্যুর পর বসুন্ধরার তৃণমূলে যোগদানের জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনা আরও বাড়ে অনিল বিশ্বাসের কন্যা অজন্তার সমর্থনে তৃণমূলের মুখপত্রে বসুন্ধরার কলম ধরার পর। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় অজন্তার ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক প্রবন্ধে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূলের মুখপত্রে লেখার জন্য অজন্তাকে শোকজ নোটিস ধরায় সিপিএম। তখনই অজন্তার সমর্থনে এগিয়ে আসেন বসুন্ধরা।