নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টের আগে শুরু হয়েছে মাংস বিতর্ক। সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। কোন ক্রিকেটার কী খাবেন তা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি বোর্ড, জানিয়ে দিলেন, বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধূমল।
রটে যায় বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের জন্য খাদ্য তালিকা ঠিক করেছে তাতে গরু (Beef) বা শুয়োরের (Pork) মাংস রাখা হয়নি। খাদ্যতালিকায় শুধু হালাল করা মাংস রাখা হয়েছে বলেও শোনা যায়। এমন খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় (Social Media। বিসিসিআই সিদ্ধান্ত, ধর্মীয় অসহিষ্ণুতার পরিচয় বলেও অভিযোগ ওঠে।
এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমে অরুণ ধূমল বলেন, ‘‘ক্রিকেটারদের খাদ্যতালিকা নিয়ে বিসিসিআই কোনও দিন নাক গলায় না। কে নিরামিষ খাবেন বা আমিষ খাবেন সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্রিকেটারদের সব ধরনের স্বাধীনতা দেয় বিসিসিআই।’’