২০২২ সালের আইপিএলে নতুন দুই দলের অন্তর্ভূক্তি নিয়ে বিসিসিআইয়ের ব্লু প্রিন্ট প্রায় তৈরি। চলতি বছর থেকেই সংশ্লিষ্ট প্রক্রিয়া শুরু হবে । একই সঙ্গে আইপিএলের মেগা নিলামই কবে শুরু হবে, তাও প্রায় চূড়ান্ত বলে জানানো হয়েছে।
এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী অগাস্টের মাঝামাঝি সময় থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জানানো হয়েছে যে অগাস্টে নতুন দুই ফ্রাঞ্চাইজির টেন্ডারের তথ্য প্রকাশ করা হবে। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে আইপিএলে দুই নতুন দলের অন্তর্ভূক্তি ঘটবে বলে খবর। ডিসেম্বরে মেগা নিলাম আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। ২০২২ সালের জানুয়ারিতে আইপিএলের নতুন মিডিয়া রাইটসের জন্য টেন্ডারের তথ্য প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে খবর। প্লেয়ার নিয়োগ ও বেতনক্রমেও বদল আসতে চলেছে নয়া কাঠামোয়।১০টি দল নিয়ে মোট ৯০টি খেলার প়রিকল্পনা নিয়েছে আইপিএল।