BCCI: ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি করোনা জনিত কারণে স্থগিত করে দেওয়া হয়।এই কারণে বিশাল অংকের টাকা গুনতে হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে।
সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সমস্ত পরিকল্পনা সম্পন্ন করেছিল ইসিবি। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ না খেলার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ৪০ মিলিয়ন পাউন্ড ক্ষতি গুনতে হচ্ছে। যে জন্য ইতিমধ্যে ইংল্যান্ড ভারতের উপর বিভিন্ন প্রকার অভিযোগ জানিয়েছে।
ইংল্যান্ডের এই বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মিটিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে একটি প্রস্তাব পাঠিয়েছে। আগামী বছর ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফর করবে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। সেখানে আরো দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ যোগ করার কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যেহেতু টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচটি খেলা সম্ভব হয়নি, সেই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এমন প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে।