এবার মহম্মদ শামির (Mohammad Shami) পাশে দাঁড়াল বিসিসিআই (BCCI)। T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) পাকিস্তান (Pakistan) ম্যাচে হারের জন্য ট্রোল করা হয় মহম্মদ শামিকে। সচিন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র সেহওয়াগ, সবাই পাশে দাঁড়িয়েছেন। এবার শামির পাশে দাঁড়াল বিসিসিআই।
শামিকে ট্রোলিংয়ের পর পাশে দাঁড়িয়েছেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইট করে পাশে দাঁড়িয়েছেন ভারতীয় পেসারের। মঙ্গলবার সন্ধেবেলা একটি টুইট করে মহম্মদ শামি ও অধিনায়ক বিরাট কোহলির ছবি পোস্ট করে বিসিসিআই। ছবিতে শামির সঙ্গে হাত মেলাতে দেখা যায় বিরাটকে। ছবির ক্যাপশন, "গর্বিত, শক্তিশালী। ওপরে উঠছি আর এগিয়ে যাচ্ছি।" এই ছবি পোস্ট করেই শামির পাশে দাঁড়ানোর বার্তা দিল বিসিসিআই।
পাকিস্তান ম্যাচের পর ট্রোলিং, শামির পাশে দাঁড়ালেন সচিন-সেহওয়াগ
T20 বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারে টিম ইন্ডিয়া। বিরাটদের নিয়ে ট্রোল শুরু হয়। হারের জন্য সব দোষ দেওয়া হয় শামিকে। দেশের প্রাক্তন ক্রিকেটাররা পাশে দাঁড়ান শামির। পাক ওপেনার মহম্মদ রিজওয়ানও শামির পাশে দাঁড়িয়েছেন। এবার টুইট করে শামির পাশে দাঁড়াল বিসিসিআই।