ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলার আগে দু'টি ওয়ার্ম আপ ম্যাচ খেলতে চায় ভারতীয় দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এই মর্মে আবেদন করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছে ভারত। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৪ অগস্ট। এর মাঝে প্রায় ৬ সপ্তাহ বা দেড় মাসের ব্যবধান। তাই প্রস্তুতি ম্যাচ খেলতে চায় টিম ম্যানেজমেন্ট।