জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড় চা বাগানে পায়ের ছাপকে ঘিরে নতুন করে ভালুক-আতঙ্ক চা-বাগানে (Tea estate)। ভালুকের খোঁজে এবার আকাশপথে ড্রোন দিয়ে তল্লাশি শুরু করল বন দফতর। যদিও, সেই পায়ের ছাপগুলি ভালুকেরই কি না তা নিশ্চিত করেনি বন দফতর। তবে, অজানা পায়ের ছাপকে ঘিরে নতুন করে ভালুক নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
গতকাল সন্ধ্যার মুখে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ৪ জন চৌকিদার একসঙ্গে কাজে যোগ দিতে আসছিলেন। সেইসময় তাঁরা চা-বাগানের পিচ রাস্তার ওপর একটি কালো লোমশ প্রাণীকে দেখতে পান। তাঁদের সন্দেহ হয়, সেটি ভালুক।
এরপর তাঁরা বিষয়টি চা-বাগান কর্তৃপক্ষকে জানান। বাগান কর্তৃপক্ষ বন দফতরকে খবর দিলে রাতেই এলাকায় এসে পৌছে যান বন দফতরের কর্মীরা। রাতে তল্লাশি চললেও ভালুকের খোঁজ মেলেনি।
মঙ্গলবার ভোর থেকে নতুন করে ভালুকের খোঁজে ড্রোনের মাধ্যমে তল্লাশী শুরু হয়েছে। যদিও, এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি।