মহাষ্টমীতে(Ashtami 2021) ১২০ বছরের প্রথা মেনে এবারেও সকালে কুমারী পুজো হয় বেলুড়মঠে(Belur Math Kumari Pujo)। যদিও দেখা যায়নি ভক্তদের সেই চেনা উচ্ছ্বাস। তবে ভক্তদের জন্য লাইভ অনুষ্ঠান দেখার বন্দোবস্ত করা হয়েছে।
এবারের কুমারীর নাম শরণ্যা চক্রবর্তী। দক্ষিণ কলকাতার এই বাসিন্দার বয়েস মাত্র ৬। কোভিডসবিধি মেনে মাস্ক পরিয়েই তাকে মণ্ডপে নিয়ে আসা হয়েছে। এবারের কুমারী ‘ঊমা’ নামে পূজিত হন।
নাবালিকাকে চিন্ময়ীরূপে আরাধনা, বেলুড়মঠের প্রাচীন রীতি। ১৯০১ সালে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ প্রথম এই পুজো করেন। কিন্তু গতবছর কুমারী ও পূজারীর মাস্ক না থাকায় প্রশ্ন উঠেছিল। এবার মঠের তরফে সতর্কতায় এতটুকুও ফাঁক রাখা হয়নি।
মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত, পুজোর জায়গায় ২০-২৫ জন সন্ন্যাসীর বেশি কেউ থাকবেন না। কুমারীর সঙ্গে আসা পরিবারবর্গের, পুজোর কাজে যুক্ত সন্ন্যাসীদের আরটিপিসিআর টেস্টও করানো হয়েছে। পুজোর প্রস্তুতির সময় দেখে নেওয়া হয়েছে শিশুটির অন্যান্য বয়সানুগ প্রতিষেধক নেওয়া হয়েছে কিনা।