ছত্তিসগড়ে দশেরার অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনা। প্রায় জনা কুড়ি লোককে পিষে দিল একটি এসইউভি (SUV)। দসেরার (Dussehra) অনুষ্ঠানে যোগ দিতে আসা মানুষদের পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গাড়ির চালকের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরো অন্তত ১৬ জন।
ছত্তিসগড়ের যশপুরের রায়গদ রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দশেরার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। হঠাৎই প্রবল গতিতে এসে তাদের ধাক্কা মারে ওই এসইউভি-টি। ঘটনাস্থলেই বহু মানুষ গুরুতর জখম হন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল টুইট করে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সেই সময়ে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। ছ