সদ্যপ্রয়াত সুব্রতর দফতরের দায়িত্ব দেওয়া হল পুলক রায়কে (Pulak Roy)। বর্তমানে তিনি জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁর হাতে পঞ্চায়েতের ভার দিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হয়ে আসায় সেই দফতরের দায়িত্ব নিজে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
রাজ্য মন্ত্রীসভায়(Bengal Cabinet) রদবদলের জল্পনা ছিলই। বিশেষত, সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের পর পঞ্চায়েত দফতর কার হাতে দেওয়া হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে সেই রদবদলের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Jagdip Dhankhar: শপথ পাঠ করানো ঘিরে আবার রাজ্যপাল-অধ্যক্ষ দ্বন্দ্ব, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট
অর্থ দফতরের উপদেষ্টা হচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র। অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাই তাঁর জায়গায় এবার দফতরের দায়িত্ব দেওয়া হল মানসরঞ্জন ভুঁইয়াকে।