রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার রাতে স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১২ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৩ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৮। বঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৩ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২২ জনের। আর করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ লক্ষ ৬৮ হাজার ৯০৯ জন। সুস্থতার হার ৯৭.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ২৪ হাজার ৪১৩। যার মধ্যে ৬.৪৩ শতাংশ রিপোর্ট পজিটিভ।