পুজো পরবর্তী কোভিড গ্রাফ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯৮৯ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। কমেছে দৈনিক মৃত্যু। একদিনে করোনার বলি রাজ্যের ১০ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবার সন্ধের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তের শীর্ষে কলকাতা, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে উত্তর ২৪ পরগনা এবং হুগলী। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮৬, ৪৪৫।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০৫৫ জন। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।