রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন। সুস্থতার হার ৯৮.৩৩%। ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৫৬৮ জন।
দৈনিক সংক্রমণের নিরিখে যথারীতি শীর্ষে কলকাতা। শহরে ১৭৪ জনের শরীরে হানা দিয়েছে করোনা। কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০৪ জন। এই জেলাতে একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া, পূর্ব মেদিনীপুরে ১ জন এবং হুগলীতে ১ জনের মৃত্যু হয়েছে কোভিডে গত ২৪ ঘণ্টায়।
রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ২৭ হাজার ৭৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৬৬৯ জন। রাজ্যে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৭ হাজার ৪৮৯ জন।