আইপিএলের মধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে ফের অস্বস্তি। প্রথমে অধিনায়কের ছুটকে যাওয়ার পর এবার করোনার কোপ। আক্রান্ত হকেন দলের অন্যতম প্রধান পেসার এনরিকে নোখিয়া। টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল দিল্লি শিবির। কাঁধের হাড় সরে যাওয়ায় গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। এবার নোখিয়া করোনা আক্রান্ত হওয়ায় নতুন সঙ্কটে দিল্লি ক্যাপিটালস। গতবারই প্রথম আইপিএল খেলেন দক্ষিণ আফ্রিকার পেসার। দুরন্ত ফর্মেও ছিলেন তিনি। চর্চা হয়েছিল আইপিএলের ইতিহাসে তাঁর দ্রুততম বল করা নিয়ে। ঘণ্টায় ১৫৬ কিমিরও বেশি গতিতে ছুটেছিল সেই বল। কিন্তু এবার ছিটকে গেলেন তিনিও।