এগিয়ে আসছে দুর্গা পুজো। অতিমারির আবহে পুজো করার বিষয়ে কয়েককটি নিয়মাবলী সামনে আনল কলকাতার অন্যতম দুর্গাপুজো কমিটি সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব। কলকাতার বেশিরভাগ বড় দুর্গাপুজোই রয়েছে ফোরামের অধীনে।
দুর্গাপূজার প্রাক্কালে তাদের সবার জন্য একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যেখানে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পুজোর সঙ্গে যুক্ত সবার ভ্যাকসিনেশনের ওপর।আগামী তিন মাসে টিকাকরণের মাধ্যমে জনস্বাস্থ্যের আরও উন্নতির আশা করে সংগঠনের অন্তর্ভূক্ত ক্লাব ও পুজো আয়োজকদের বিবেচনার জন্য কয়েকটি প্রস্তাবও দিয়েছে ফোরাম।
প্রস্তাবগুলির মধ্যে রয়েছে বাজেট নিয়ন্ত্রণ করে সুস্থ রুচির পুজোর আয়োজন এবং উদ্বৃত্ত অর্থে জনহিতকর কাজের উদ্যোগ।
এছাড়াও পুজোর সঙ্গে জড়িত শিল্পী, মণ্ডপশিল্পী-কর্মী, ঢাকি, পুরোহিতদের মতো সবার সম্পূর্ণ টিকাকরণের উদ্যোগ গ্রহণ করা, যথাসম্ভব খোলামেলা মণ্ডপ তৈরি করে দর্শকদের বাইরে থেকে প্রতিমা দর্শনের ব্যবস্থা করা, মণ্ডপের ভেতরের কাজ কম করে বাইরের কাজ দৃষ্টিনন্দন করে তোলার দিকে গুরুত্ব প্রদানের মতো প্রস্তাব দেওয়া হয়েছে।