করোনা (Coronavirus in India)বিরুদ্ধে লড়াই এখনই বন্ধ হচ্ছে হচ্ছে না। ব্যারিকেডেই এখন কাটাতে হবে আমাদের। আগামী বছরেও মুখে মাস্ক রেখেই ঘুরতে হবে সবাইকে। আগাম সতর্কবার্তা নীতি আয়োগের সদস্য ভি কে পলের(v.k paul)।
নীতি আয়োগ কর্তা V.K Paul জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিষেধক ও ওষুধের মতোই সুশৃঙ্খল সামাজিক আচরণ অত্যন্ত জরুরি।
করোনার(COVID 19) তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সঙ্গে নিয়েই তিনি জানিয়েছেন, আগামী দিনে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে দেশকে। সামনেই একের পর এক উতসব, তাই আরও বেশি সতর্কতা প্রয়োজন। ভি কে পলের (v.k Paul)।বক্তব্য, আগামী কয়েক মাস দুর্গাপুজো, দীপাবলি, দশেরার মতো উৎসব পালন হবে দেশ জুড়ে। এই অনুষ্ঠানগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করা না গেলে অতিমারি ফের ব্যাপক হারে ছড়াবে।
আরও পড়ুন: চলতি মাসের শেষেই WHO-এর ছাড়পত্র পেতে পারে কোভ্যাক্সিন