রবিবারে বিকেলে আইপিএলে ফার্স্ট বয়ের সঙ্গে লড়াই সেকেন্ড বয়ের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির টক্কর ঘিরে চড়ছে পারদ। চারটি ম্যাচ খেলে সবকটিতে জিতে টেবিলের শীর্ষে রয়েছে আরসিবি। একটি হেরে তিনটি জিতে দু'নম্বরে রয়েছে চেন্নাই। বিরাটদের হারালে লীগ শীর্ষে উঠে আসবেন ধোনিরা। আর যদি আরসিবি জেতে তাহলে বাড়বে ব্যবধান।