তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ঘটনায় মাথা ফেটে গুরুতর আহত এক ব্যক্তি। শনিবার রাতে কেশপুর ব্লকের আনন্দপুর থানার পাউসা গ্রামে এই ঘটনা ঘটে। আহত তৃণমূল কর্মীর নাম বাবলু ঘোষ। তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবলু ঘোষের ভাই বরুণ ঘোষের অভিযোগ, শনিবার রাতে মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রমণ চালায় কিছু আততায়ী। তাঁর অভিযোগ, এলাকার তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠীর মদতে কিছু লোকজন শাবল নিয়ে বাবলু ঘোষের মাথায় আঘাত করে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া নতুন কর্মীরাই পুরনো কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ চাইছে এলাকার পুরনো তৃণমূল কর্মীরা।
গোষ্ঠীদ্বন্দ্বের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক উত্তমানন্দ ত্রিপাঠী।