রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে আগামী বছর ফের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Business Summit) আয়োজন করতে চলেছে রাজ্য সরকার (West Bengal)। করোনায় দুই বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বসছে বাণিজ্য সম্মেলন। নববর্ষ, অর্থাৎ এপ্রিল মাস নাগাদ রাজ্যে এই সম্মেলনের আয়োজন করার কথা ভাবা হচ্ছে। সোমবার একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)।
করোনার (Covdi 19) আবহে দেশের অর্থনীতিতে প্রভাব পড়েছিল। ধীরে ধীরে তা ফের ঘুরে দাঁড়াচ্ছে। আগামী বছরে তাই রাজ্যে বাণিজ্য সম্মেলন করতে তৎপর রাজ্য। জানা গিয়েছে, বাণিজ্য সম্মেলন নিয়ে একটি টাস্কফোর্স তৈরি করা হয়েছে। তাঁর দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী নিজেই। তালিকায় আছেন মুখ্যসচিবও। এর আগে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের বিনিয়োগকারী সংস্থা, শিল্পপতিরা এসেছেন। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও হয়েছে। ২০২২ সালেও একইরকম ভাবে বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ করা হবে বিভিন্ন শিল্পপতিদের। এবার শিল্প ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আসতে চাইছে রাজ্য।
শেষবার ২০১৯ সালে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানিও। এবারও দেশ ও বিদেশের শিল্পপতিদের আমন্ত্রণ জানাবে রাজ্য। আগের থেকে বড় বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চায় রাজ্য।