মহালয়াতেও নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়ার সকালে কলকাতার আকাশ রোদের দেখা মিললেও প্রধানত মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। তার জেরেই বৃষ্টি হতে পারে, কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।