শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Weather Department)।
শুক্রবার থেকেই উত্তুরে হাওয়া বিনা বাধায় রাজ্যে ঢোকায় জাঁকিয়ে শীত পড়ার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস(Weather Department)। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শীত শীত ভাব বজায় থাকবে বলেই মত আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের অনেক জায়গাতেই কুয়াশার দাপট শুরু হয়েছে৷ শুক্রবারও দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
তবে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। নভেম্বরের (November) শেষদিকে দক্ষিণ আন্দামান সাগরে(South Andaman Sea) তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ তা শক্তিশালী হয়ে ডিসেম্বরের গোড়ায় ওড়িশা উপকূলে(Coast of Orissa) আছড়ে পড়তে পারে। এই নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে৷ এই নিম্নচাপের ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টির(Rain) সম্ভাবনা রয়েছে রাজ্যে।