বদলাচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের (Cyclone Jawad) অবস্থান। আগে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা বলা হয়েছিল। এবার আবহাওয়া (Weather) দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এর অভিমুখ হতে পারে উত্তর-উত্তর-পূর্ব দিকে। ফলে ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও, ভারী বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে না রাজ্যের দক্ষিণের জেলাগুলি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৪ ও ৬ ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৪ নভেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কায় ওই দিনই পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৫ নভেম্বর কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায়।
উপকূল এলাকায় ৪ নভেম্বর অর্থাৎ শনিবার সকাল থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যা ক্রমশ বেড়ে ওইদিন বিকেল থেকে পরবর্তী ১২ ঘন্টায় সর্বোচ্চ ঘন্টায় ৮০ কিমি বেগে হতে পারে। যে কারণে মৎস্যদীবীদের ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।