শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। এমনটাই জানাল আবহাওয়া দফতর।
জাওয়াদের প্রভাবে কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলোতে রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সোমবার সারাদিন বৃষ্টি চলে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার থেকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
জাওয়াদের আশঙ্কায় দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর দিকে বিশেষ নজরদারি করে প্রশাসন। বাঁধ মেরামতি নিয়েও তৎপর ছিল প্রশাসন। তবে এই অকালবৃষ্টিতে শীতকালীন সবজির প্রচুর ক্ষতি হয়েছে।