সামান্য কমল গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা সংক্রমণ। তবে মৃতের সংখ্যা বাড়ল। রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবার সন্ধের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলায় মারণ ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭০১ জন, শনিবার এই সংখ্যা ছিল ৭০৮। আর করোনার বলি ১০ জন, শুক্রবার যা ছিল ৯। গত ২৪ ঘণ্টায় করোনার থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬৮৪ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা।
বাংলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫,৭১ ২৪০জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫, ৪০, ৮২৮। এই মুহূর্তে অ্য়াকটিভ রোগীর সংখ্যা ৭৫৮৭ । আর রাজ্যে করোনার বলি মোট ১৮ হাজার ৮২৫।