ঋষভ পন্থের পরে ইংল্যান্ড সফররত ভারতীয় দলের আরও এক সদস্য করোনায় আক্রান্ত হলেন। আইসোলেশনে যেতে হল উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকেও।
ভারতীয় দলের থ্রো ইন স্পেশালিষ্ট দয়ানন্দ গরানির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে তাঁর মোটের উপর শারীরিক অবস্থা স্থিতিশীল।
দয়ানন্দের সংস্পর্শে আসায় ঋদ্ধিরও করোনা পরীক্ষা করা হয়েছে৷ আপাতত আইসোলেশনে আছেন তিনি। ঋষভ পন্থের মতো ঋদ্ধিমানও দলের সঙ্গে ডারহামে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবেন না।
বৃহস্পতিবার সকালেই ঋষভ পন্থের করোনা ধরা পড়েছিল। তিনি ইংল্যান্ডেই এক আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে আছেন।ইংল্যান্ডে এখন আর সেভাবে করোনা বিধি মানা হচ্ছে না।
২০ দিনের ছুটি পেয়ে নিজেদের মতো ঘোরাঘুরি করেছেন ভারতীয় তারকারা। পন্থ গিয়েছিলেন ইউরো কাপ ফাইনাল দেখতে।