অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে রাজ্যজুড়ে করোনা (Covid 19) সংক্রমণ। প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যান। এর মধ্যেই কোভিড টিকার (Covid vaccination) প্রথম (1st dose) ও দ্বিতীয় ডোজ (2nd dose) নেওয়া সম্পন্ন হল রাজ্যের ১০ কোটি মানুষের।
এখনও দ্বিতীয় ডোজ যাঁরা নেননি, তাঁদের ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখনও পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে কত টিকাকরণ হয়েছে, সে পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি জানান, এখনও পর্যন্ত মোট টিকাকরণ ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭। ১৮ বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন। বাকি ৪ কোটি ১৯ লক্ষ ৩ হাজার ৭৩৭ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।